করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ অঙ্কন শুরু করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে সাদা রঙ দিয়ে রেখা অঙ্কন করে দেন।
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে তিন ফিট দূরত্বে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে ওই রেখার মধ্যে দাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরবে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, যদিও জরুরী পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই যেসব অল্প সংখ্যক দোকান খোলা রয়েছে সেসব দোকানের ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওইসব দোকানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে কারো সাথে কারো সংস্পর্শ না ঘটে। এ নিয়ম না মানলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়াও, করোনাভাইরাসের কারনে চুয়াডাঙ্গায় বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কোন ধরণের বাস চলাচল করতে দেখা যায়নি এ জেলায়। জেলার বাস টার্মিনালের কাউন্টারগুলো ছিল ফাঁকা। তবে চলাচল করছে পণ্যবাহি ও জরুরী কাজে নিয়োজিত যানবাহনগুলো।
এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। জেলার চার উপজেলার হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসী, কাঁচাবাজার, মুদি দোকান ও মোবাইল রিচার্জের দোকান বাদে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান এ আদেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।