মুজিবনগরে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ডাক্তার রুমির স্ত্রী মুসলিমা সোহেলি সেতু (৪২) ও সন্তান রাফসান রাইহান(১৪)করোনা আক্রন্ত হয়েছে।
সোমবার রাত দশটার দিকে মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ান আহম্মেদ মুঠোফোনের মাধ্যেমে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. রেজওয়ান আহম্মেদ জানান, ডা. রুমি মারা যাওয়ার পরের দিন তার স্ত্রী-সন্তান সহ একই পরিবারের মোট ৮ জনের নমুনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রাতে সেগুলোর রিপোর্ট আসলে দুইজনের করোনা পজেটিভ আসে।করোনা পজেটিভের খবর পাওয়ার সাথে সাথে সেখানে স্বাস্থবিভাগের একটি টিম পাঠানো হয়েছে। তাদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
উল্যেখ্য, ডা, রুমি চলতি মাসের ৪ তারিখে করোনায় আক্রান্ত হলে পরদিন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তিনি কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্হার অবনতি ঘটলে ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় । প্রায় ১৩ দিনের মাথায় তিনি গত ১৭ তারিখ ভোররাতে মৃত্যুবরন করেন।