অবশেষে মাইক্রোসফট তাদের এক্টিভিশন ব্লিজার্ড চুক্তি সম্পন্ন করেছে। ৬৮.৭ বিলিয়ন ডলারের এই চুক্তির মাধ্যমে ডিয়াবলো, কল অব ডিউটি, ওয়ার্ল্ড অব উইচক্র্যাফটের মতো গেম এখন এক্সবক্সের অংশ। প্রায় ২০ মাস যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে আইনি লড়াই শেষে এই গেমের অধিকার এসেছে।
এটিই মাইক্রোসফটের সবচেয়ে দামি চুক্তি। এর আগে ২৬ বিলিয়ন ডলারে মাইক্রোসফট লিংকডইন খরিদ করেছিল। এই চুক্তির মাধ্যমে টেনসেন্ট আর সনির পর তৃতীয় বড় গেমিং কোম্পানি এখন মাইক্রোসফট।
মাইক্রোসফট এখন এক্টিভিশন ব্লিজার্ডের গেম এক্সবক্সে যুক্ত করার কথা চিন্তা করছে। তবে অ্যাক্টিভিশন ব্লিজার্ড জানিয়েছে মডার্ন ওয়ারফেয়ার ও ডিয়াবলো ফোর চলতি বছর এক্সবক্সে আসবে না। তারা মোটামুটি ১১টি নতুন অ্যাক্টিভিশন ব্লিজার্ড গেম এক্সবক্স সাবস্ক্রিপশনে যুক্ত করতে চলেছে।