ফোনের কল পেয়ে অসহায় দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিচ্ছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন
আজ রবিবার সকাল থেকে একযোগে ফোনের কল পেয়ে বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিয়েছে।
ইউনিভার্সাল এমিটির চেয়ারম্যান মেহেদী হাসান হিরোর নির্দেশনায় কাজ করে চলেছে এক ঝাক তরুন প্রজন্ম।বর্তমানে এই মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে কোন অসহায় মানুষ লকডাউন চলা অবস্থায় যেন না খেয়ে থাকে সেই জন্য চালু করেছে হটলাইন খাবার ব্যাবস্থা ফোনে কল পেলেই পৌছে দিবে খাবার। এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিত্তশালী মানুষ ও সুশীল সমাজ।
এ বিষয়ে ইউনিভার্সাল এমিটির সদস্য একজন বনবতার সেবক রুবেল হোসেন জানান আমরা এই মহামারীর সময় ধাপে ধাপে মানুষ কে সহযোগীতা করে আসছি। এবং দেখেছে এমন কিছু পরিবার আছে যারা না খেয়ে থাকে কিন্তু কারর দারে যেতে পারে না।তাই ফোনের মাধ্যোমে খাবার পৌছে দেওয়ার ব্যাবস্থা করেছি যাতে করে সকলেই বলতে পারে। আর এটার আমাদের মুলত উদ্দেশ্য।
এ বিষয়ে ফিরোজ মিয়া জানান আমারা জনগন কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। সাথে আমাদের কলের মাধ্যেমে চলছে খাবার বিতরণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের এক নিষ্ঠ সদস্য ও উজলপুর মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন।পাভেল হোসেন, মানিক সহ আরো সদস্য বৃন্দ।