গাজার শিশু কাঁদছে দেখো
দানবের ঐ থাবায়
গাজার শিশু মরছে দেখো
ইসরায়েলের হামলায়।
থামাও ওদের রুখো ওদের
বাঁচাও শিশুর প্রাণ
তবেই হবে মানুষ তুমি
গাইবে জয়গান।
বর্জন কর ইসরায়েলের
সকল রকম পন্য
বুঝিয়ে দাও ওরা কত
হিংস্র আর জঘন্য।
ওদের জন্য গাজার শিশু
পিতামাতা হারা
মানুষ হত্যা করে যারা
মহাপাপী তারা।