পেটের দায়ে কম বয়সে
বাসায় নিল কাজ,
কাজের মেয়ে তার পরিচয়
নেই কখনো সাজ।
গরিব বলেই পড়ার সুযোগ
পেল না সে আজ,
নিত্য জোটে ঠোঁটের প্রহার
মনে দুখের খাঁজ।
সবার আগে জাগে রোজই
যখনই হয় ভোর,
সারাবেলা খেটে মরে
পায় না দেহে জোর।
অসুখ হলেও তার বেলাতে
বন্ধ মায়া দোর,
সবার শেষে খাবার মেলে
হয় না তবু চোর।
কটু কথা বলে না সে
মনে আছে লাজ,
দিনে-রাতে ঘাম ঝরিয়ে
পরায় সুখের তাজ।