ডাকছে যেনো কবর মাটি
কান পেতে শোন্ ভাই,
কখন যে তোর যেতে হবে
খবর কিন্তু নাই।
ফুলের মতো সুন্দর জীবন
আর যে দালান ঘর,
চলে গেলে ওপার দেশে
সবই হবে পর।
কিসের এত বাহাদুরি
দম ফুরালেই শেষ,
তারপরেতে যেতে হবে
অজানা এক দেশ
সেই না দেশে যেতে মোদের
ডাকছে বারং’বার,
একবার কেহ গেলে রে ভাই
আসে নাতো আর।
খাঁচা ছেড়ে পাখি যখন
যাবে অচিন পুর,
তখনি যে শুরু হবে
কান্নাকাটির সুর।