লা লিগার সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে লেভানডোভস্কি ও রাফিনহার জোড়া গোলে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তবে বড় জয় পেলেও এই ম্যাচ নিয়ে খুব একটা খুশি হতে পারছে না বার্সা সমর্থকরা। কেননা এই ম্যাচে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়ে বার্সার গোলরক্ষক টের স্টেগেন।
উড়ন্ত বল লাফিয়ে ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। ডান পা গুরুতর চোট পান। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সেখান থেকে নেওয়া হয়েছিল হাসপাতালে। চোটটা যে বেশ গুরুতর ছিল সেটা স্টেগেনের চোখেমুখে চাপা যন্ত্রণার ছাপ দেখেই বোঝা গিয়েছিল। এর আগে এই জার্মান গোলরক্ষের ডান পায়ে দুবার অস্ত্রোপচার করা হয়। চোটটা এত গুরুতর যে পুরো মৌসুমটাই মাঠের বাইরে থাকতে হবে স্টেগেনকে।
যার কারণে প্রশ্ন উঠেছে এবারের মৌসুমে কাতালানদের গোল বারের দায়িত্ব সামলাবেন কে? নতুন কাউকে খুঁজে নেবে হ্যান্সি ফ্লিক নাকি আস্থা রাখবেন দলের দ্বিতীয় গোলরক্ষক স্প্যানিশ গোলরক্ষক ইনাকি পেনার ওপর। বার্সার এই গোলরক্ষক জানিয়েছেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি তিনি। তবে বার্সেলোনার সাবেক গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো জানিয়েছেন, ম্যানেজমেন্ট চাইলে অবসর ভেঙে আবারও মাঠে ফিরতে প্রস্তুত তিনি।
ব্রাভো বলেন, ‘বার্সেলোনা যদি আমাকে চায়, আমি অবসর থেকে ফিরে আসতে প্রস্তুত।’ এর আগে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বার্সার গোল বারের দায়িত্ব সামলিয়েছেন চিলির এই তারকা গোলরক্ষক। কাতালানদের হয়ে খেলেছেন ৭০টি ম্যাচে। বার্সা ছেড়ে পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। ক্যারিয়ারের গোধূলি বেলায় সেখান থেকে বেটিসের হয়ে খেলেন তিনি। গেল মৌসুমে বিদায় জানিয়েছে ছিলেন ৪১ বছর বয়সি এই গোলরক্ষক। তবে ব্রাভোকে অবসর ভেঙে ফেরাবেন কিনা বার্সা। সেটা এখনো নিশ্চিত না।
অন্যদিতে গুঞ্জন আছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা গোলরক্ষক কেইলর নাভাস দায়িত্ব সামতে পারেন বার্সার গোল বারের দায়িত্ব। যদিও এই বিষয়টিকে এখন পর্যন্ত গুঞ্জন বলে ধরা হচ্ছে। কেননা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কিছু জানা যায়নি। নাভাস এর আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। এরপর ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন ক্রোয়েশিয়ার এই গোলরক্ষক। চলতি মৌসুমে লোনে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহাম ফরেস্টের যোগ দেন নাভাস।
এছাড়াও গুঞ্জন আছে সাবেক পোল্যান্ডের গোলরক্ষক ওজসিচ সেজেসনির সঙ্গে কথা বলেছে বার্সা। এ বছরই জাতীয় দল ক্লাব ফুটবল থেকে অবসর নিয়েছেন এই গোলরক্ষক। সর্বশেষ খেলেছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে। যদিও সেটা এখনো নিশ্চিত না। তবে এখন দেখার বিষয় কার ওপর আস্থা রাখে বার্সা।
সূত্র: ইত্তেফাক