চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভৈরব নদ পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সুবলপুর গ্রামের ৭৩ কিলোমিটার হতে ৮৪ দশমিক ৬ শত এর মধ্যে ১১.৪০ কিলোমিটার নদ খননের কাজের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার সকালে ভৈরব নদের পাড়ে সুবলপুরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথী উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকোশলী আরিফ আহমেদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু,কার্পসডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান,ভুট্টু, দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওহিদ,দামুড়হুদা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হয়রত আলী,কার্পসডাঙ্গা ইউনিয়ন কৃষিক লীগের সাধারন সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, কার্পসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, কার্পসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের ত্রান বিষয়ক সম্পাদক আশরাফ আলী, যুবলীগ নেতা বিল্লাল হোসেন , সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতৃবৃন্দ।