ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে পুকুর থেকে অবৈধ ভাবে মাটি ও বালু বিক্রয়ের অপরাধে ৩ জনকে ৮০ হাজার টাকা জরিমানা ও ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা ঈশ্বরবা গ্রামে এই অভিযান চলানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, অবৈধভাবে পুকুর থেকে মাটি ও বালু ব্যানিজ্যিক উদ্যোশ্যে বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঈশ্বরবা গ্রামে অভিযান চালায়।
এসয় ঈশ্বরবা গ্রামের শামছুদ্দিনের ছেলে রফি মিয়া ডিসির অনুমতি ছাড়ার তার পুকুর থেকে বানিজ্যিক উদ্যোশ্যে অবৈধ ভাবে মাটি ও বালু বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা, মাটি ও বালু গাড়ি ভাড়া করে কন্টাক্ট নিয়ে ভাটায় বিক্রয়ের অপরাধে একই গ্রামে ফরিদ উদ্দিনকে ২০ হাজার টাকা ও ট্রলিতে গ্রামের ভিতরে দ্রুতগতিতে ঝুকিপূর্ণ ভাবে মাটি বোঝাই ট্রাক্টর চালানোর অপরাধে ড্রাইভার আকবার আলীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মরতুজ আলী, পৌর ভূমি কর্মকর্তা জাকির হোসেন, কালীগঞ্জ থানার এসআই ভবতোষ সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।