শারদীয়া দূর্গাপূজা ২০২১ উৎযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎসব সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে কালীগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদ, সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি সহ গনমাধ্যম কর্মীগন অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।
সভাতে সিদ্ধান্ত গৃহিত হয় যে- এবারে দূর্গাপূজা মন্ডবে আসা সকল দর্শনার্থীদের স্বাস্থ্য বিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। প্রতিটি মন্দিরের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিতসহ মন্দির কমিটির নিজস্ব সেচ্ছাসেবক দল থাকতে হবে। সকল মন্দিরে ধর্মীয় গান পরিবেশনা সহ নামাজের সময়ে মাইক বন্ধ রাখতে হবে। সেইসাথে মাদক সেবন বন্ধ ছাড়াও জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত কোন মন্ডবে মেলা বসানো যাবে না। এবারে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সার্বক্ষনিক টহল জোরদার থাকবে।
উল্লেখ্য, এবার কালীগঞ্জ উপজেলাতে মোট ৯৭টি পূজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্টিত হবে। গত বছরে মোট ৮৮ টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল।
সভাতে আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন, কালীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারন সম্পাদক প্রশান্ত কুমার খা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উজ্জল অধিকারী প্রমুখ।