ঝিনাইদহের কালীগঞ্জে ৫৫ জন মেয়েকে মাসিক শিক্ষা বৃত্তি দিলো জাপান ভিত্তিক সে¦চ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। বুধবার বিকালে বৃত্তির টাকা বিতরণ করা হয়। সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়ার কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, একাউন্স অফিসার সুফিয়া খাতুন,অফিস সহকারী মেহেরুন নেছা।
এবার জুলাই-সেপ্টেম্বর মাসে স্কুল পর্যায়ের ২১ জন মেয়েকে জনপ্রতি ৯০০ টাকা এবং কলেজ পর্যায়ের ৩৪জন মেয়েকে জনপ্রতি ১২০০ টাকা প্রদান করা হয়। এর আগে সকালে বৃত্তিপ্রাপ্ত মেয়েদের নিয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় অংশ নেন কালীগঞ্জ উপজেলা মহিলা অধিদপ্তরের তথ্য আপা প্রিয়াংকা চক্রবর্তী, পাপিয়া পাল এবং শিরিন সুলতানা। তারা বৃত্তিপ্রাপ্ত মেয়েদের সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন।
একই সাথে বৃত্তিপ্রাপ্ত মেয়েদের সঞ্চয় করতে, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা রক্ষা, প্রাথমিক স্বাস্থ্য বিষয় এবং ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার বিষয়ে আলোচনা করা হয়।