কি অদ্ভুত প্রেম আমার
তোমাকে প্রথম দেখতে পাই
সাতসকালে সাত রঙের মধ্যে
তোমাকে দিয়েছি হৃদয়ে ঠাঁই।
আজ তুমি কালো শাড়ি পড়ে
আমাকে নিয়েছ লুটিয়ে
কোপায় পরেছ শিউলি ফুল
সুগন্ধি দিয়েছ ছিটিয়ে।
শিউলি ফুলের সুগন্ধি ছড়িয়েছে
আমার আকুল পরাণে
তোমাকে দেখতে পাই হৃদয়ে
চেয়ে থাকি তোমার পানে।
কপালের মধ্যে কালো টিপ
যেন চাঁদের ছায়া
ঠোঁটে তোমার মিষ্টি হাসি
দেখলে লাগে মায়া।
গলায় পড়া কালো হাড়
মধ্যে হলুদের ছোঁয়া
সেজে আছ তুমি অন্নপূর্ণা
অঙ্গে জড়িয়েছ মেঘের ছায়া।
কানে পড়েছ হলুদ দোল
যেন সূর্যের সোনালী হাসি
তোমার পড়া কলো শাড়িতে
হয়েছি তোমার প্রেমের চাষি।