১৯৯৯ সালে ভারতের বিরুদ্ধে কারগিল যুদ্ধে অংশ নেয়ার জন্য কাউন্টি ক্রিকেটের অফার প্রত্যাখ্যান করেছিলেন বলে জানিয়েছেন সাবেক পাক ক্রিকেটার শোয়েব আক্তার।
সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব বলেন, দেশের জন্য গুলি হজম করতেও রাজি ছিলেন। এজন্য ভারতের বিরুদ্ধে কারগিল যুদ্ধে অংশ নেয়ার জন্য কাউন্টি ক্রিকেটের অফার ছেড়ে দিয়েছিলাম।
প্রায় ২১ বছর আগের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, আমি তখন লাহোর সীমান্তে ছিলাম। এক জেনারেল আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, ওখানে কী করছি আমি? জবাবে বলেছিলাম, যুদ্ধ শুরু হতে চলেছে। আমরা একসঙ্গেই শহীদ হব। আমার মাথায় তখন ক্রিকেট কাজ করছিল না। আমি তখন কাশ্মীর নিয়ে ভাবছিলাম। আমার কাশ্মীরি বন্ধুদের জানিয়েছিলাম, তাদের জন্য লড়তে প্রস্তুত আছি।
সাক্ষাৎকারে শোয়েব আক্তার বলেন, তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য যদি ঘাস খেয়ে বাঁচতে হয়, তাতেও তিনি রাজি আছেন।
‘আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, তাহলে প্রয়োজনে আমি নিজে ঘাস খেয়ে বাঁচব তবু সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি করব।’
তিনি বলেন, (ক্ষমতা পেলে) আমি আমার আর্মি প্রধানকে নিয়ে বসব এবং সিদ্ধান্ত নেব। যদি বাজেট থাকে ২০ শতাংশ, আমি সেটাকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেব। আমরা যদি একজন আরেকজনকে অপমান করি, তাহলে ক্ষতি হয় দুই পক্ষেরই।
সূত্র: এএনআই ও টাইমস নাউ নিউজ