কুমার বিশ্বজিৎ। বাংলাদেশের সংগীতাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। বাংলাদেশে প্রথম মিউজিক্যাল ফিল্মের যাত্রা শুরু হয়েছিল তার হাত ধরেই। সেই কুমার বিশ্বজিতের হাত ধরেই এবার সংগীতাঙ্গনে আরও একটি নতুন যাত্রা শুরু হলো। মিনিয়েচার প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো তার কোনো গানের মিউজিক ভিডিও নির্মিত হলো।
টানা চার দিনে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। তার এবারের গানের শিরোনাম ‘মেঘলা দিনে’। গানটি লিখেছেন তাজু কামাল এবং সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
গান এবং এর মিউজিক ভিডিও প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘করোনার কারণে আমার অনেক কাজই আটকে ছিল। ঘর থেকে বের হব কি-হব না এ নিয়েই বেশ দুশ্চিন্তায় সময় যাচ্ছিল কেটে। আমার এই গানটির মিউজিক ভিডিওর জন্য একটি পাহাড়ি নির্জন রাস্তায় একটি কফি শপের প্রয়োজন দেখা দিয়েছিল। গানটির জন্য বাইরের লোকেশন খুব ডিমান্ড করছিল। কিন্তু মিনিয়েচার মাধ্যমে এভাবে মিউজিক ভিডিও নির্মাণ করার মধ্য দিয়ে মোটামুটি বেশ ভালোভাবেই কাজটি সম্পন্ন হলো। আশা করছি ভালো লাগবে।