কুষ্টিয়ার কুমারখালীতে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। যে বিদ্যালয় থেকে বয়স্ক নিরক্ষর মানুষেরা অর্জন করতে পারবেন অক্ষরজ্ঞান। পাশাপাশি মুসলিম নারী-পুরুষ তাদের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান তথা কুরআনের আলো পেয়ে নিজেদের করতে পারবেন আলোকিত।
গত মঙ্গলবার অ্যাডভোকেট আকমল হোসেন ফাউন্ডেশনের আয়োজনে চড়াইকোল এলঙ্গীপাড়ায় এই বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
নন্দলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকমল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকমল হোসেন।
স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মূলত বিদ্যালয়টি নিরক্ষর মানুষের মাঝে শিক্ষার আলো ছড়ানো জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। তারা স্বাক্ষরতা অর্জনের পাশাপাশি ধর্মীয় জ্ঞান যেমন নামাজ, রোজা, হজ্জ, যাকাতসহ ইসলামী জীবন বিধানের সকল জ্ঞান এখান থেকে অর্জন করতে পারবেন। কুরআনের সঠিক ব্যাখ্যা এবং আইনকানুন জানা যাবে এখান থেকে। এ প্রতিষ্ঠানে পুরুষ ও মহিলাদের জন্য থাকছে আলাদা শিফ্টে ক্লাসের ব্যবস্থা।
আকমল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, আমরা ছোট বেলায় দেখেছি শিক্ষার অভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে এলাকার সাধারণ মানুষেরা। যার ফলে আমার এই উদ্যোগ নেয়া। আমি চাই এলাকার মানুষ এখানে এসে বাংলা ও ইসলামী জ্ঞান অর্জন করুন। এলাকার যুবকদের জন্য লাইব্রেরি করা হয়েছে যাতে করে যুবকরা মোবাইল ফোন ছেড়ে বই নিয়ে ব্যস্ত হয়। এবং এখানে যুবকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে মাসুদ রানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ব্যারিস্টার মনজুর নাহিদ (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট), কুমারখালী ফাজিল মাদরাসার প্রভাষক সোহেল আমিন বাবু, সিরাজুল ইসলাম ভুট্টো, সাইদুল ইসলাম, শাহজাহান আলী, দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা সোহাগ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফিতা কেটে হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয় উদ্বোধন করা হয় এবং বয়স্ক পুরুষ ও নারীদের মাঝে বই বিতরণ করা হয়।