চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর তিন ঘটিকার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকছুদা মালিক এর উপস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠন সম্পূর্ণ করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৪ নং চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল বাতেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব রইচ উদ্দিন মাস্টার, সাবেক প্রধান শিক্ষক আখতার উদ্দিন মাস্টার, ৯ নং ওয়ার্ড কুলপালা গ্রামের মেম্বার আব্দুর রশিদ মেম, ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
ম্যানেজিং কমিটির উপস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নবনির্বাচিত হন জনাবা, মোছাঃ সন্ধি মন আরা শাহ্। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন টিপু মিয়া। জমিদাতা সদস্য চাষী স্বপন মিয়া। অভিভাবক সদস্যবৃন্দ বেলটু মল্লিক, সেলিম, লিমা খাতুন, সাথী খাতুন।
নবনির্বাচিত কমিটির সভাপতি বলেন, আমাকে কুলপালা গ্রামের সর্বসাধারণ জনগণ যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি সেটা সঠিক ভাবে পালন করবো এবং কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে চুয়াডাঙ্গা জেলার ভিতরে সব থেকে উন্নত রোল মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপান্তর করবো। এইটাই আমার অঙ্গিকার।