কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় অটোরিকশার ধাক্কায় ৯ বছরের শিশু নিহত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে ইবি থানার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আমির হামজা (৯) ঝাউদিয়া গ্রামের সবুজ আলীর ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আমির হামজা দৌঁড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি অটোরিকশা ধাক্কা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ঝাউদিয়া ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লিটন আলী বলেন, অটোরিকশার ধাক্কায় একটি ৯ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।