দীর্ঘ এক বছর পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাপতির নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা গতকাল রবিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ ডিসেম্বও, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে ত্রিবার্ষিক সম্মেলনে সদর উদ্দীন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ ১ বছর পর গতকাল রবিবার রাতে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে চারজন নারী পদ পেয়েছেন। আরও দুজন নারী সদস্য হিসেবে রয়েছেন।
অনুমোদিত কমিটিতে কয়েকটি নতুন মুখ স্থান পেয়েছে। কমিটিতে নতুন মুখ হিসেবে সহ-সভাপতি পদ পেয়েছেন কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী, কোষাধ্যক্ষ পদ পেয়েছেন ব্যবসায়ী অজয় সুরেকা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আসা তরুণ তিন নেতা হলেন আমজাদ হোসেন, হাসানুল আসকার ও মাজহারুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বলেন, প্রবীণদের পাশাপাশি তরুণ নেতৃত্ব দলকে আরও সুসংগঠিত করবে।