কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভারতের সাড়া জাগানো নাটক “লংমার্চ” মঞ্চায়িত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটি পরিবেশন করেন কোলকাতার বিখ্যাত নাট্যদল অল্টারনেটিভ লিভিং থিয়েটার। নাটকের দর্শনী কোন মূল্য রাখা না হওয়ায় বিপুল পরিমাণ দর্শক এ নাটকটি উপভোগ করে।
নাটক শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কোলকাতার বিখ্যাত নাট্যদল অল্টারনেটিভ লিভিং থিয়েটার এর প্রধান ভারতের রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ, নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি ডা: এসএম মোস্তানজীদ, জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুল হক পুলক, খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সভাপতি আশরাফ উদ্দিন নজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার, শহীদুল ইসলাম রবি, কালচারাল অফিসার সুজন রহমান প্রমুখ।
নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি ডা: এসএম মোস্তানজীদ বলেন, আজকে আমার অপারেশন থিয়েটারে থাকার কথা ছিলো। এজন্য এনেস্থিসিয়া, সহকারী সহ সবকিছু প্রস্তুত ছিলো। কিন্তু কোলকাতা থেকে গুনী এসব নাট্যজনদের সম্মিলিত এই লংমার্চ নাটকটি দেখতেই আজকে এই থিয়েটারে চলে আসা। ছোটবেলা থেকেই আমার নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো লাগে। সেই ভালো লাগা এখনো আছে বলেই কুষ্টিয়ার নাট্যঙ্গান থেকে পিছুটান নেই।
কোলকাতার বিখ্যাত নাট্যদল অল্টারনেটিভ লিভিং থিয়েটার এর কর্ণধার প্রবীর গুহ বলেন, বর্তমান যুব সমাজের প্রতি তিনি বার্তা দিয়ে বলেন, ‘‘সৎ হও৷ নিজের জীবনযাপন সহজ সরল কর৷ নিজেকে চেনো৷ তিনি বলেন, আমি কোনও প্রোডাক্টের কথা বলি না, একটা পদ্ধতির কথা বলি৷ তিন-চারদিন ধরে ওয়ার্কশপে আমি ছেলেমেয়েদের জীবনটাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যেতে বলব৷’’ তিমি মনে করেন, ‘‘কেউ যদি প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে, তাহলে সম্ভবত হয় না৷ কাজটা করার জন্য করে যাওয়া উচিত, প্রতিষ্ঠা আসার হলে এমনিই আসবে৷’’
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান, “লংমার্চ” নাটকটি কোলকাতা সহ সমস্ত ভারতে বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে। নাটকটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চায়ন হলো কেবল কুষ্টিয়ার নাটকপ্রিয় ও সাংস্কৃতিক প্রেমি মানুষের জন্য। দর্শকদের অনুপ্রেরণা পেলে আগামীতে আর ভালো ভাগ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শিল্প কলা একাডেমি মিলনায়তনে নাটক দেখতে আসা দর্শক ডা: মাহিন্দ্র সিং জানান, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে সুন্দর ও মনোরম পরিবেশে দর্শনের বিনিময়ে নাটকটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এমন অনুষ্ঠান কখনো আমি মিস করি না।