কুষ্টিয়ার খোকসায় নাজমুল (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপখিয়া গ্রাম থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক একই গ্রামের লিয়াকত আলীর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপাখিয়া গ্রামের লিয়াকত আলী’র ৪ সন্তানের মধ্যে সবার ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন নাজমুল (১৮) রবিবার রাতে বাড়ির পাশে গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সংবাদ পেয়ে সোমবার সকালে খোকসা থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করে। ছেলে নাজমুলের গলায় ফাঁসের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাবা লিয়াকত কে থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।