কুষ্টিয়ার দৌলতপুরে ইজিবাইকের ধাক্কায় সাজিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর-তারাগুনিয়া থানামোড় সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু শালিমপুর গ্রামের রানা বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু সাজিম রাস্তার পার হয়ে তার বাবার কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত জানান, ইজিবাইকের ধাক্কায় সাজিম নামে এক শিশু মারা গেছে। ঘটনা তদন্তে খোঁজখবর নেওয়া হচ্ছে।