কুষ্টিয়ার মিরপুরে ঈদ-উল-ফিতর উপলক্ষে দশ হাজার নারী পুরুষকে ঈদের পোশাক তুলে দিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।
অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের মত এবারো তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় নারী-পুরুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।
গতকাল বুধবার সকালে মিরপুর উপজেলার আমলা পানি উন্নয়ন বোর্ডের আমবাগানে এ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ও তাঁর মা আলহাজ্ব খোদেজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের সহধর্মীনি শামসুন্নাহার সেফালি আরেফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোযার্দার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্যসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়াটাই সবচেয় বড় আনন্দের বিষয়। আমি চাই সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অসহায় মানুষগুলো শাড়ি, লুঙ্গী এবং পাঞ্জাবী পাওয়ার পরে তাদের খুশিটা আমার কাছে সবচেয়ে দামী।
তিনি বলেন, যখন আমি সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম সেসময় আমার মা জননী আমাকে বলেছিলেন মানুষের জন্য কিছু করতে, মানুষকে সেবা করতে। সেই থেকে শুরু করেছি মানবসেবা, মানুষের কল্যাণে আমি কাজ করি। ৯ বছর ধরে আমি মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। শুরু থেকেই প্রতি রমজানে গোটা উপজেলার দশ হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি উপহার হিসেবে তুলে দেই। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলার মানুষও ছুটে আসে এখানে।
বিতরণকৃত বস্ত্র সামগ্রীর মধ্যে ছিল ৮হাজার ৪শ পিস শাড়ি, ১ হাজার পিস লুঙ্গি এবং ৬ শ ৫০ পিস পাঞ্জাবী।