কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহার বিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতে অভিযান চালানো হয়েছে।
বুধবার সকালে কুষ্টিয়া শহরের মিউনিসিপাল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে একটি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন।
এসময় তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে একটি দোকানের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার, নমুনা সংগ্রহকারী শেখ মহিদুল হক, সেলিম মাহমুদ (ল্যাব এটেনডেন্ট) এবং কুষ্টিয়া জেলা পুলিশ বিভাগের সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার জানান, নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ অভিযান চলমান থাকবে।