কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
রোববার (২২ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোববার পর্যন্ত ১৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০৬ জন ও উপসর্গে ৩৪ জন ভর্তি রয়েছেন।
এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৬টি নমুনা পরীক্ষার বিপরীতে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৪ভাগ।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এএইচএম আনোয়ারুল ইসলাম বলেন, জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৪৪ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৬৯৮ জন।
নতুন করে শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৬ জন, কুমারখালীর ১৭ জন, দৌলতপুরের একজন, মিরপুরের ছয়জন ও খোকসার দুজন রয়েছেন।