দেশের সরু চালের সব চেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরের বেশ কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ টিম। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খাজানগর মোকামের ব্যাপারী অটো রাইস মিল ও ইফাদ অটো রাইস মিলের গোডাউনে হানা দেয় টিমের সদস্যরা।
এ সময় নিউ বনফুল ভি,আই,পি বাসমতি নামে ভুয়া ব্যান্ডরোল করে বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক আজিজুল ইসলাম কে ৫০ হাজার টাকা, মেসার্স ফোর ষ্টোর মোকামে অতিরিক্ত ধান ও চাল মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। দুই প্রতিষ্ঠান মিলে এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ব্যাপারী রাইস মিলে ধান ও চালের তেমন মজুদ না থাকলেও ইফাদ অটো রাইস মিলের তিনটি গোডাউনে ধানের মজুত ছিলো কিছুটা বেশি। এ কারণে ওই মিল মালিককে সর্তক করে দেওয়া হয়। পর্যায়ক্রমে সব মিলে অভিযান পরিচালনা করা হবে বলে জানান টিমের সদস্যরা।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।