কুষ্টিয়ায় জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) রচিত ‘ছবির বই’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে এই বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক আবদুর রশীদ চৌধুরী।
এসময় তিনি বলেন, জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) রচিত ‘আমি ভুষো পাবলিক বলছি’ গ্রন্থটির লেখা দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকায় প্রকাশ হয়েছে এবং বেশ সমাদৃত হয়েছে। ক্রিড়া সংগঠক, সাহিত্যিক, লেখকসহ বহু প্রতীভার অধিকারী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক ছবির বই প্রকাশিত হলেও ব্যতিক্রমি এই ছবি সম্বলিত এমন বই নেই বললেই চলে।
তিনি বলেন, ভ্রমণ সাহিত্য সহ সৃজনশীল কাজের সাথে যারা জড়িত তারা সকলেই ভুষো পাবলিক। কারন, নিজের ইচ্ছে ও মনের বাসনা পুরণ করতে তারা নিজেরা নিজেদের মেধা ও শ্রমের বিনিময়ে নিজেকে বিসর্জন দিয়ে থাকে। মানুষের সমস্যা সমাজের প্রকৃত সত্যটাকে তুলে ধরতে সহায়ক হয়েছে। এবারের এই ছবির বইটিও মানুষকে আলোকিত করবে বলেও জানান তিনি।
ভুষো পাবলিক বইটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমাজের বৈষম্য এবং সাধারণ মানুষের ভাষায় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কথা তুলে ধরা এই ভুষো পাবলিক বলছি গ্রন্থটি বর্তমানে অস্থির সমাজে গুরুত্ব পেয়েছে।
আমাদের কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ এমপি তাকে অনেকের মাঝে ভূষো পাবলিক বলেও ডাকেন।
জিয়া হাসান চৌধুরী রিপন এর সভাপতিত্বে এবং ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর মুঈদ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন বলেন, সমাজের ত্রুটি বিচ্যুতিসহ নানান বিষয় তুলে ধরে রম্য লেখক হিসেবে আমাদের এই লেখক বেশ জনপ্রিয়তা পেয়েছে।
তিনি বলেন, আমাদের সমাজে রশিক মানুষ খুব কম। সৈয়দ মুজতবা আলীর মতো লেখকের সংখ্যা কম হলেও আমাদের এই কুষ্টিয়ার কৃতি লেখক জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) তার লেখনীর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, সভ্যতার সঙ্গে বই ইতিহাস কে যুক্ত করে। বই প্রাচীন কিংবা নবীনদের সাথে প্রবীণদের পরিচিত করে তোলে। সেই প্রজ্ঞা-জ্ঞান কে কাজে লাগায় এই বই। তবে ছবি দিয়ে বই তেমন দেখা যায় না। এই আইডিয়া যেমন অভিনব তেমনি সত্যি প্রশংসনীয়ও বটে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট হাসান টুটুল, সব্যসাচী লেখক ও কবি তাজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আশরাফ উদ্দিন নজু, আবৃত্তি পরিষদের সভাপতি কবি আলম আরা জুই, লেখক ও কলামিস্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: শহীদুল্লাহ্, সাংবাদিক নেতা মুজিবুল শেখ, ডা: গোলাম মওলা, গড়াই নন্দিনী সাহিত্য পাঠচক্র কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শাহিদা পারভীন রেখা, কুষ্টিয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান, এসএস রুশদী, সাংবাদিক রাশিদা রিতাসহ লেখক,কবি, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন জহুরুল হক চৌধুরী (রঞ্জু চৌধুরী) তার বক্তব্যে বলেন, যারা সমাজ এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা একটা স্তরে বাস করেন। অথচ যারা সাধারণ মানুষ হিসেবে ভুষো পাবলিক হয়ে সমাজে বসবাস করে তাদের জন্যই কেবল ভূষো পাবলিক বইটি পড়লে মানুষ তার অনুকরণীয় দৃষ্টান্ত খুঁজে পেয়েছে।