সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন চত্বর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, জেলা চালক মালিক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ যত বেশি সচেতন হবে, তত বেশি নিরাপদ খাদ্য পাওয়া যাবে। মানুষ সচেতন হলে ব্যবসায়ীরা নিরাপদ খাদ্য দিতে বাধ্য হবেন। আমরা এটাই চাই। মানুষ সচেতন হচ্ছে। আরও সচেতন হওয়া প্রয়োজন। সচেতনতা যত বাড়বে তত বেশি নিরাপদ খাদ্য পাওয়া যাবে।
এসময় খাদ্য কর্মকতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।