বাংলাদেশ তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
জেলা তাঁতীলীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন তাতীলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, জেলা তাঁতী লীগের সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল হোসেন, স্মৃতি কণা রানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খান রেজা শামীম, মহিলা বিষয়ক সম্পাদক উরকাতুন খাতুন, মিরপুর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এডঃ ওয়াকিবুল ইসলাম লিপসন,দৌলতপুর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক সজীব দেওয়ান,সদর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মেজবাহুর রহমান লীগার,খোকসা উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক আব্দুল হাকিম, সাইদুজ্জামান বাবলুসহ জেলা ও উপজেলা তাঁতী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, হস্তশিল্পের বিকাশ ঘটাতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁত যার সুতা তার সেই ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু। তাঁতশিল্পের রক্ষায় কাজ করতে তাতীলীগের নেতাদের এগিয়ে আসতে হবে। যাতে করে সামাজিক পেশায় স্বাবলম্বী হতে পারে।
বক্তারা আরও বলেন, সরকারকে যারা বিব্রত করছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভা শেষে ১৯ পাউন্ড আকৃতির কেক কাটা হয়।
এসময় সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।