কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ময়নাল হক মিল্টন (২৫) ও শাকিল (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
গতকাল বুধবার সন্ধ্যায় ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাঁকাপুল সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভেড়ামারা-গোলাপনগর মহাসড়কের বাঁকাপুল সংলগ্ন এর কাছে দুই মোটর সাইকেলে সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটর সাইকেলে থাকা চালকসহ চারজন ছিটকিয়ে রাস্তার মধ্য পড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল দুইটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন। একটি মোটর সাইকেল চালাচ্ছিলেন মিল্টন ও আরেকটি শাকিল। মিল্টন ও শাকিলের মোটরসাইকেলে পেছনে থাকা দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে ভেড়ামারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন নিহত হয়েছেন। আহত দু’জনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে গেছেন বলেও জাননা তিনি।