পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের’’ আওতায় পাট উৎপাদনকারী চাষীর মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ ড. হায়াত মাহমুদ, সদর উপজেলা কৃষি অফিসার বিষ্ণু পদ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ সুলতানা, পাট উন্নয়ন কর্মকর্তা মামুন অর রশীদ, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস প্রমুখ।
প্রশিক্ষণে সদর উপজেলার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।