কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিন বয়সের নবজাতক শিশু চুরির অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরের দিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় আনোয়ারা বিশ্বাস মা ও শিশু প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজে একজনকে সনাক্ত করা হলেও গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারী দুপুরে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভেড়ামারা উপজেলার মহিষডরা এলাকার দিপু আলীর স্ত্রী রিয়া খাতুন নামে একগৃহবধুর সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্মগ্রহণের পর আজ দুপুরের দিকে গৃহবধুর মা রহিমন নেছা শিশুটির দেখাশোনার জন্য হাসপাতালের ভিতরে বসে থাকাবস্থায় অজ্ঞাত এক মহিলা ঐ শিশুটিকে তার কোলে তুলে নেন এবং ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ঐ ননজাতকের পিতা দিপু দৌলতপুর থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশে হাসপাতাল থেকে সিসি ক্যামেরা দেখে একজনকে সনাক্ত করেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতপুর/ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় সিসি ক্যামেরা দেখে একজনকে সনাক্ত করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।