কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেফতারকৃত চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এনামুল হক এ আদেশ দেন। দুই ছাত্রের ৫ দিন এবং দুই শিক্ষকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশিকান্ত সরকার এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার দুই মাদ্রাসা শিক্ষার্থীর ১০ দিন এবং একই মাদ্রাসার দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ২টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলে তারা। এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন মামলা করেন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলো, মাদ্রাসা শিক্ষক আল আমিন (২৭) ও ইফসুফ আলী (২৬) এবং মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)।