কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেছেন, পৃথিবীর সবচেয়ে আপন হলো মা। তাই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের কোনো আচরণে যেন মাকে কষ্ট না দিই।
আজ রবিবার (১২ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মায়ের প্রতি সন্তানের দায়িত্ব রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সন্তানের সব সময় মনে রাখা উচিত, মায়ের ত্যাগের কারণেই সে আজ সে এই সুন্দর পৃথিবীতে এসেছে। যদি সে মাকে ভুলে যায়, কষ্ট দেয় বা অবহেলা করে- তাহলে সবই মিছে। সন্তানের পর্বত সমান সফলতা তখন মূল্যহীন। কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হয়, সেই মহান মায়ের প্রতি অনেক সন্তান আজকাল উদাসীন, অনেকে বেপরোয়া। এমনও শোনা যায়, সন্তান তার মাকে প্রহার করছেন, ঘর থেকে বের করে দিচ্ছেন, রাস্তায় মাকে ফেলে যাচ্ছেন, নিজে সুন্দর ঘরবাড়িতে বাস করেও মাকে রেখেছেন রান্নাঘরে।
পৃথিবীর সবচেয়ে আপন হলো মা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, মা ছাড়া এ দুনিয়ায় আপন কেহ নেই, বিপদে আপদে সবার আগেই মা ছুটে আসে। তাই আসুন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের কোনো আচরণে যেন মাকে কষ্ট না দিই। যাদের মা এখনো বেঁচে আছেন, সেই মায়ের জন্য জীবনের সর্বোচ্চটাই করার চেষ্টা করি। মা-বাবার সেবা-যত্ন করে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত অর্জন করি। আল্লাহ আমাদের সবাইর পিতা-মাতাকে ভালো রাখুন। তাদের উত্তম সেবা করার তৌফিক দান করুন।
অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার,কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচলক নুরে সফুরা ফেরদৌসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে ১৬ জন মাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।