বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে একটি র্যালী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়।
পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
এসময় তিনি বলেন, স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে আগে পরিবেশকে সুস্থ্য রাখতে হবে। পরিবেশকে সুরক্ষিত রাখতে পারলে স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য ভালো না থাকলে প্রাচুর্য করে কোনো লাভ নেই। তিনি আরো বলেন, জেলাকে সুরক্ষিত রাখতে পারলে স্বাস্থ্য সুরক্ষা হবে, দেশ সুরক্ষা হবে। দেশ সুরক্ষা হলে বিশ্ব সুরক্ষা হবে।
সিভিল সার্জন ডাঃ এইচএ আনোয়ারুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম।
এসময় আরো বক্তব্য রাখেন বিএমএ কুষ্টিয়ার সভাপতি ডাঃ এসএম মোস্তানজিদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ সোনিয়াকাওকাবী প্রমুখ।