কুষ্টিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত ১০টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৩ লাখ ৭০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহায়তায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করা হয়।
ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় নারীবান্ধব। আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে কাজ করছে। নারীর ক্ষমতায়ন ও বিভিন্ন সামাজিক উন্নয়নে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। এসকল অর্জন ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।’
স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃণাল কান্তি দের সভাপতিত্বে এ সময় কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরে সফুরা ফেরদৌস, প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুনসহ সকল উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও সংশ্লিষ্ট এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেক বিতরণের পূর্বে অতিথিরা স্বেচ্ছাসেবী মহিলা সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।