কুষ্টিয়া থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৩ টি বিভিন্ন ধরনের ব্রান্ডের মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭৫ হাজার টাকা উদ্ধার করে সকলের হাতে ফেরত দিয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম নির্দেশনায় ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনিসুল ইসলাম এর নেতৃত্বে একটি কৌচস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ২৩ টি মোবাইল ও ৭৫ হাজার টাকা উদ্ধার করেন।
তিনি বলেন, আমি খুবই প্রাউইড ফিল করি। অর্থ সংক্রান্ত কোন অপরাধ, মোবাইল ছিনতাই চুরি ও হারিয়ে যাওয়া এসব উদ্ধারে তৎপর কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
কুষ্টিয়ার সকল থানা থেকে হারানো এসব নিয়ে প্রাপ্ত জিডিগুলো সিসিআইইউ তে ফরোয়ার্ড দেওয়া হয়। তারপর এ নিয়ে কাজ করা হয়। কুষ্টিয়ার বাইরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবায় সবসময় নিয়োজিত থাকবে বলে তিনি জানান।
মোবাইল ফিরে পাওয়ায় জেলা পুলিশ ও কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।