অপেক্ষা আর করিও না
এসেছে কুয়াশার ভোর,
শীতের কাপনে ঠান্ডা শরীর
হয়েছে কান্তি দূর।
হতাশা, নিরাশা কোনো কিছু
পারবে না আর ছুঁতে,
গরমের আবাস সব কেটেছে
শীতের শান্তি পেতে।
সূয্যিমামা রোজ হাসছে
কুয়াশার ভোর পেয়ে,
ভালোবাসা দিয়ে মন রাঙ্গাচ্ছে
আকাশের রং দেখিয়ে।
কত রঙ্গের পিঠা উৎসব
পাড়ায় পাড়ায় হায়,
খেজুরের রস খেলে তবে
কতো মজা পায়।