গ্রীষ্ম মানেই ভিন্ন সাজে বাংলার প্রকৃতি। আকাশে গনগনে সূর্য। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস। গ্রীষ্মের এই নি:স্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরে আপন মহিমায়। রুদ্র গ্রীষ্ম কেবল আগুনই ঝরায় না, লাল রঙে কৃষ্ণচূড়ার পসরা সাজিয়ে মনও কাড়ে। এ যেন প্রকৃতিজুড়ে কৃষ্ণচূড়ার ক্যাম্পাস।
কৃষ্ণচুড়ার এই ছবিটি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বাজারের সন্নিকট থেকে তুলেছেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন