দর্শনা কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের ট্যাংকলরী ড্রাইভার আব্বাস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাটোর সুুগার মিল হতে দর্শনা কেরুজ চিনিকলে আনা চিটাগুড়ে পানি মিশ্রিতর অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে।
সে কেরুজ চিনিকল পরিবহন বিভাগের ট্যাংকলরী চালক। আজ সোমবার তাকে কেরুজ প্রশাসন বিভাগ বরখাস্ত করে।
দর্শনা কেরুজ চিনিকলের পরিবহন বিভাগের (ঢাকা মেট্রো-ঢ-১১-০৩৬১) নম্বরের একটি ট্রাংকলরী নাটোর চিনিকল হতে চিটাগুড় ভর্তি করে কেরুজ চিনিকলে আনেন। ট্যাংকলরীর ট্যাংকের মধ্যে থাকা চিটাগুড় কেরুজ চিনিকলের হাউজে ঢালার সময় চিটাগুড়ে ভেজাল ও পানিমিশ্রিত সন্দেহ দেখা দেয় কেরুজ কর্মকর্তাদের চোঁখে। এমন সন্দেহে ট্যাংকলরী হতে চিটাগুড় আনলোড বন্ধ করে দেওয়া হয়। গত পরশু রোববার সকালের দিকে কেরুজ চিনিকলের জেনারেল অফিসের সামনের চিটাগুড় রক্ষিত হাউজে এ ঘটনা ঘটে। এরপর থেকে চিটাগুড় সহ ট্রাকটি হাউজের পাশে ট্রাক লোড পয়েন্টের উপর পড়ে থাকে। এ ঘটনায় কেরুজ প্রশাসন বিভাগ ট্রাংকলরী ড্রাইভার আব্বাস উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।
কেরুজ চিনিকলের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) ইউছুফ আলী বলেন, চিটাগুড় বহনকারী পরিবহন বিভাগের ট্রাংকলরী চালক আব্বাস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী সকল ব্যাবস্থা গ্রহণ করা হবে।