ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শীতার্ত দরিদ্র,অসহায়,দুস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে পৌর এলাকার আদর্শ পাড়ার আখসেন্টার মোড়ে সনি আবাসিক হোটলের সামনে থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি লুৎফর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণত সম্পাদক রিপন মন্ডল, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আজাদ রহমান, পৌর সভার প্যানেল মেয়র ও পৌর সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জাহিদ হোসেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইয়ারুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাবেক চেয়ারম্যান নাওশের আলী নাছির, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আজগর আলী, শহিদুল ইসলাম, ছাত্র লীগ নেতা প্রদীপ কুমার হালদার, রাব্বি হাসান প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর এলাকার ৬ শত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সে সময় উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ সহ সকল অঙ্গ সংগঠনে নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।