দরিদ্র,অসহায় ও দুস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর বাজার পরিচালনা কমিটি ও বণিক সমিতির উদ্যোগে রবিবার বিকালে সমিতির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটি ও বণিক সমিতির সভাপতি আয়েছ উদ্দিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনিক সমিতির সহ-সভাপতি শাহাবুল হক। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বনিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতা ছিলেন বনিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মাস্টার, আবুল কালাম আজাদ, আব্দুল লতিফ লতা,ডাক্তার রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম,ফিরজ,সোহাগ প্রমুখ । সে সময় ৬০ জন এলাকার অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।