এক রাতে কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনের দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের এ ঘটনা। চোরেরা নগদ ২৪ হাজার টাকা,কাপড়চোপড় সহ অন্যান্য মালামাল নিয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের।
ভুক্তভোগি রবিউল স্টোরের মালিক আল-আমীন বলেন,বৃহস্পতিবার রাতে দোকান ও সমিতির হিসাব করি।এরপর দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। আজ শুক্রবার সকালে দোকান খুলে দেখি ভিতরে মালামাল উলট- পালট করা। টাকা রাখার ড্রয়ারও খোলা। উপর দিকে তাকিয়ে দেখি ভেন্টিলেটর ভাঙ্গা।
এরপর দোকানের টাকা পয়সা ঠিক আছে কিনা মিলাতে যায়। ওই সময় ধরা পড়ে সমিতির আদায়ের ২১ হাজার টাকা, মালামাল বিক্রির ৩ হাজার মোট ২৪ হাজার টাকা চুরি হয়েছে। আর মালামাল সব ঠিক আছে।
পাশের প্রভাতী বস্ত্রালয়ের মালিক আসাদুল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। শুক্রবার সকালে পাশের দোকান মালিক মোবাইল ফোনে জানায় দোকানে চুরি হয়েছে।
এ খবরে দ্রুত দোকানে ছুটে আসি। খুলে দেখি কাপড়-চোপড় সব উল্টোপাল্টা করা রয়েছে। টাকা রাখার ড্রয়ারও খোলা।
তবে ড্রয়ারে কোন টাকা না থাকায় তা নিতে পারেনি চোরেরা। খবর পেয়ে কোটচাঁদপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ বা জিডি করেনি বলে নিশ্চিত করেছেন,কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক (এস,আই) প্রসেনজিৎ।