কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনের জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে লোডশেডিং চলাকালীন সময়ে চোরেরা উপজেলা পরিষদের নতুন ভবনের দুটি কক্ষের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। দুটি কক্ষের মধ্যে একটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তার কক্ষ এবং অন্যটি উপজেলা চেয়ারম্যানের সিএর (ব্যক্তিগত সহকারী) কক্ষ।
চোরেরা ওই কক্ষ দুটির গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে এবং উপজেলা চেয়ারম্যানের সিএর কক্ষ থেকে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। তবে অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায়নি বলে জানিয়েছেন ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা।
তিনি বলেন, “চোরেরা গ্রীল কেটে অফিসে ঢুকে কাগজপত্র তছনছ করেছে এবং একটি ল্যাপটপ নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।”
কোটচাঁদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
উল্লেখ্য, ওই রাতে উপজেলা পরিষদ চত্বরে ৪টি অফিসের ৪ জন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। তারা হলেন– নির্বাহী অফিসের ইযামিন হোসেন, প্রকৌশলী অফিসের মোসলেম হোসেন, নির্বাচন অফিসের হামিদ ও ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কাদের মিয়া।
এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনেও দায়িত্বে ছিলেন দুইজন আনসার সদস্য। এত নিরাপত্তার মধ্যেও চোরেরা নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যেতে পারায় উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।