কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের নবগঠিত এডহক কামটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ সংবর্ধনা দেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম সালাহউদ্দিন বুলবুল (সিডল), উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, পৌর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও পৌর সভার সাবেক মেয়র একে এম সিরাজুল হক সিরু মিয়ার সহধর্মিণী কামরুন নাহার (ডলি), এডহক কমিটির সদস্য ও শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু বকর সিদ্দিক।
এ ছাড়া কলেজ প্রতিষ্ঠার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রেকজাউল ইসলাম, প্রাক্তন শিক্ষক মহাসিন আলী।