এক দিনের ব্যবধানে কোটচাঁদপুরে আবারও একটি কলেজে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তছনছ করেছে চোরেরা। এ ছাড়া দিনের বেলায় দুর্ধর্ষ চুরিও হয়েছে একটি বাড়িতে। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে স্থানীয় পৌর মহিলা কলেজে।
জানা গেছে, এর আগের দিন সোমবার রাতে জানালার গ্রিল কেটে চোরেরা কোটচাঁদপুর সরকারি কলেজে হানা দেয়। তারা শিক্ষকদের লকার, ড্রয়ার ও আলমারি ভাঙচুর করে। তবে কি চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেননি কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে কোটচাঁদপুরের সলেমানপুর বাজারপাড়ার আব্দুল মতিন বিশ্বাসের বাড়িতে। চোরেরা ওই বাড়ির তিনটি ঘরের তালার ছিটকানি ভেঙে নগদ ৪৬ হাজার টাকা, পাঁচটি স্বর্ণের চেইন, পাঁচটি আংটি এবং এক জোড়া বালা নিয়ে গেছে। বাড়ির মালিক আব্দুল মতিন বিশ্বাস থানায় অভিযোগ করেছেন।
ওইদিন রাতেই (মঙ্গলবার) চোরেরা জানালার গ্রিল কেটে প্রবেশ করে কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে। তারা কলেজের বিভিন্ন কক্ষের লকার, ড্রয়ার ও আলমারি ভাঙচুর করে। তবে কী ধরনের ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেননি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান তুহিন। তিনি বলেন, “আজ কলেজ ছুটির দিন ছিল। তারপরও আমি কলেজে এসেছিলাম। অফিস কক্ষের দরজা খোলার পর দেখি জানালার গ্রিল কাটা। এরপর অন্যান্য কক্ষ খুলে দেখি ভাঙচুরের চিত্র।”
তিনি আরও বলেন, “চোরেরা কী ধরনের ক্ষতি করেছে, তা জানতে কিছুটা সময় লাগবে। এরপরই ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।” এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার জানান, এখন পর্যন্ত অন্য কোনো চুরির অভিযোগ থানায় আসেনি। তবে কলেজের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে।