ঝিনাইদহের কোটচাঁদপুরে বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,কিশোর গাং রোধে অভিভাবক সমাবেশ ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও এস এম সি কুষ্টিয়ার সহযোগিতায় মঙ্গলবার বিকালে কোটচাঁদপুর পৌর এলাকার সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের হলরুমে উপজেলার ১১ টা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
অভিভাবক সমাবেশ ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সেলস ম্যানেজার এস এম সি কুষ্টিয়া, মাসুদুর রহমান সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ এস এম সি কুষ্টিয়া, কাজিরুল ইসলাম সিনিয়র সেলস প্রোমোশন এক্সিকিউটিভ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। এ প্রকল্পের মাধ্যমে ছাত্রীদেরকে বাল্যবিবাহ,যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।এ সময় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সহ উপজেলা প্রশাসন ও স্কুলের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন