ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ভাটা শ্রমিকের মুরসাসিল নামে দুই বছরের এক শিশু পুত্র ।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামের রফি মিয়ার ইট ভাটার পার্শ্ববর্তী একটি পুকুরে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। মুরসালিন খুলনা জেলার পাইকগাছার ভাটা শ্রমিক মিন্টুর ছোট সন্তান।
শিশুটির বাবা জানান, ইট ভাটার মৌসূমে আমরা খুলনা থেকে পরিবার সহ এই এলাকায় শ্রমিকের কাজের জন্য আসি। রোববার সকালে আমার ছোট ছেলে খেলতে গিয়ে ভাটার পাশে একটি পুকুরে অসাবধানতায় পড়ে যায়। এসময় সে পানিতে ভাষতে থাকে। স্থানীয় পথচারিরা তাকে দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত কোটচাঁদপুর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কত্যর্বরত চিকিৎসক জানান, শিশুটিকে অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবক্ষণে রাখা হয়েছে। বর্তমানে শিশুটির শারিরিক অবস্থা ভালো আছে।