“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুওে নারী সমাবেশ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রতন মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, প্রকল্প বাস্তবায়ন অফিসার (অঃদাঃ) মেহেরুন্নেছা, পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ১১ জন প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ১ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মেপ্র/আরপি