ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপনের সার্বিক নিরাপত্তার জন্য সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের ইউএনও’দের বাসভবনে সশস্ত্র আনসার মোতায়েন এর নির্দেশনা দেওয়া হয়।
তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে চার জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সশস্ত্র আনসার সদস্যরা ইউএনও’র কার্যালয় ও বাসভবনে দায়িত্ব পালন করছে।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গ, গত ২ সেপ্টেম্বর (বুধবার) রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে ইউএনও মাথায় গুরতর আঘাত পায় এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।
এ কারণে সারাদেশের ইউএনওদের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়। ওই সিদ্ধান্ত মোতাবেক এ সকল সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।